চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যুতে মতলব প্রেসক্লাবের শোক
চাঁদপুরের প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই টিভির স্টাফ রিপোর্টার ও চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দ।মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিনের স্বাভাবিক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ শোক জানানো হয়।
সাংবাদিক নেতা মফস্বল সাংবাদিকদের নীতি নির্ধারক ও অভিভাবক ইকরাম চৌধুরীর বিদেহী আত্বার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি সাংবাদিক মুহাম্মাদ জাকির হোসেন,আমির খসরু প্রধানীয়া,আবুল কাশেম পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল হক টিটু,বর্তমান সভাপতি ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেন, সহ- সভাপতি আক্তারুজ্জামান, নিমাই চন্দ্র ঘোষ,সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহম্মেদ জাকির,সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান,কোষাধ্যক্ষ পলাশ রায়,ক্রীড়া সম্পাদক মোদাচ্ছের হোসেন পাটওয়ারী,সদস্য – শওকত আলী,মোস্তাফিজুর রহমান চন্ঞল,জাহাঙ্গীর আলম প্রধান।সংবাদ বিজ্ঞাপ্তিতে আরো বলেন,ইকরাম চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর জেলার সংবাদপত্র ও সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার হাত ধরে জেলা শহরসহ মফস্বলে আজ বহু সাংবাদিক প্রতিষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের সাংবাদিকেরা ইকরাম চৌধুরীরকে চিরদিন স্মরণে রাখবে।