ক্যান্সার আক্রান্ত আবুল বাসার পেলেন ৫০ হাজার টাকা
হাজীগঞ্জ উপজেলার সেই ক্যান্সার আক্রান্ত আবুল বাসার চিকিৎসার জন্য পেলেন ৫০ হাজার টাকা।
রোববার সমাজসেবা অধিদফতরাধীন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ক্যান্সারে আক্রান্ত মোঃ আবুল বাশার, পিতাঃ মৃত মোঃ মাহমুদ আলী, গ্রাম ও পোঃ মোহাম্মদপুর, ইউনিয়নঃ গন্ধর্ব্যপুর, হাজীগঞ্জ , চাঁদপুর এর পক্ষে রোগীর ভাতিজা হোসাইন আহমেদ/ মনির হোসেনের এর হাতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার এককালীন অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবু ইছাক এসময় উপস্থিত ছিলেন।
সাংবাদিক খালেকুজ্জামান শামীমের একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্যান্সার রোগী বাসারের প্রতি দৃষ্টি পড়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়ার। তিনি ভিডিও ফুটেজ দেখেই তৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রসাশনিক কর্মকর্তাদের বাসারের বাড়িতে পাঠান।
পরে তার জন্য থাকার ঘর ও চিকিৎসার ব্যবস্থা করেন। অসহায় আবুল বাসারের পরিবার সাংবাদিকদের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ ব্যপারে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, বাসারের চিকিৎসার জন্য যে টাকা পেয়েছে তা কম। আমরা উপজেলা থেকেও কিছু টাকা দেয়ার চেস্টা করছি। তার থাকার জন্য ঘরের কাজ শীঘ্রই হয়ে যাবে।