চাঁদপুরে হত্যাকাণ্ডের শিকার ৭ নৌ শ্রমিকের মরদেহ হস্তান্তর, কিছুটা আশঙ্কামুক্ত আহত জুয়েল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২৪ | ৩:১৫
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২৪ | ৩:১৫
Link Copied!

 

এদিকে, এ ঘটনায় বেঁচে ফেরা জুয়েল রানার অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, জুয়েলের শ্বাসনালী কেটে গিয়েছে। তবে শ্বাস নেয়ার জন্য কৃত্রিম নল লাগানো হয়েছে।

আহত জুয়েল কথা বলতে না পারলেও নৌ পুলিশের কাছে ঘটনার বর্ণনা লিখে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুর্বৃত্তরা ৭ থেকে ৮ জনের দল ছিল। রোববার দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুরে নোঙ্গর করার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। একপর্যায়ে রাত ৪টার দিকে কেবিনের দরজায় নক করে দৃর্বৃত্তরা। এ সময় দরজা খোলার সাথে সাথেই আমার গলায় ছুরিকাঘাত করে তারা।

বিজ্ঞাপন

অপরদিকে সাত শ্রমিক-কর্মচারি হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নৌযান শ্রমিকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। এ সময় তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ডাকাতির সময় নৌযানটির চালক, সারেং ও কর্মীদের হত্যা করা হয়েছে।

 

বিজ্ঞাপন

Y/N

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের মুকুন্দসার নূরানীয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা  উদ্বোধন বিএনপি নেতা জাকির হোসেনের জ্যৈষ্ঠ কন্যার বিয়ের অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের তিন শ্রমিক নিহত, পরিবারে চলছে শোকের মাতম নতুন বছরের শুভেচ্ছা জানালো চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদ” হাজীগঞ্জে   মৃত্যুর মিছিলে২৪ জন  বাংলাদেশের ২০২৪: একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ যত বিরল ঘটনা একজনের পক্ষে সাতজনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কোহিনুর বেগম চাঁদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন হাজীগঞ্জে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন চাঁদপুরে ক্যারিয়ার এইডের উদ্যোগে জব ফেয়ার ও ক্যারিয়ার ডে অনুষ্ঠিত চাঁদপুরে জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা ভেঙ্গে গেছে প্রাচীন সেতুটি শাহরাস্তিতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চাঁদপুরে ডাকাত আতংক, মসজিদে মসজিদে মাইকিং হাজীগঞ্জে দুই মরদেহ উদ্ধার বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার হাজীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা মনির হোসেন নিহত  চাঁদপুরে জাহাজে সাত খুন: আসামী ইরফানকে সাত দিনের রিমান্ড প্রবাসীদের মৃতদেহ সরকারি উদ্যোগে দেশে নিতে হবে: ইউনুস মাহমুদ বন্ধুবান্ধব–পরিচিত সার্কেলের এক সরকার হয়েছে: নুরুল হক নুর