পরিচয় মিলেছে হত্যার শিকার হওয়া সাত জাহাজ শ্রমিকের

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮:০০
মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮:০০
Link Copied!
চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। পরে জাহাজে গিয়ে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন। নিহতরা হলো- মাষ্টার কিবরিয়া , ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তাঁরা সবাই নড়াইল জেলার বাসিন্দা।
নৌ পুলিশ জানায়, ৯৯৯ এর মধ্যমে খবর পেয়ে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় এমভি আল বাখেরা জাহাজ থেকে রক্তাক্ত আট জনকে উদ্ধার করে। এদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে দুই জন হাসপাতালে মারা যায়।  জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা। এটিতে ইউরিয়া সার বোঝাই ছিল।
শীতে ঘন কুয়াশায় মাঝে এমন হামলায় আতংকিত নৌপথের শ্রমিকেরা। তারা জানান, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে নৌ-পথে। এমতাবস্থায় নৌপথের শ্রমিকেরা নিরাপত্তা চান।
চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, চাঁদপুর নৌ সীমানায় আসলে ডাকাত দল জাহাজ ঢুকে অতর্কিত হামলা চালায়।  এতে পৃথক স্টাফরুমে ধারালো অস্ত্রদিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। অথবা পারিবারিক  বা ব্যবসায়িক কোন শত্রুতা থাকতে পারে। ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে তা অনুমান করা যাচ্ছে না।
প্রত্যেকটি মরদেহ ভিন্ন ভিন্ন রুমে ছিল। ২টি মোবাইল পাওয়া গেছে। তার সূত্রে ধরে রহস্য উদঘাটন করা হবে। এখনো পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
চাঁদপুর জেলা প্রশাসকমহসীন উদ্দিন জানান, ঘটনাস্থলে জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এসব ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আছে। এটি একটি দূর্ঘটনা ঘটতে পারে আবার হত্যাকান্ডও হতে পারে বা পরিকল্পিত হতে পারে। পুলিশি তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ অতিক সময় নিয়ে এটি তদন্ত কাজ করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের মুকুন্দসার নূরানীয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা  উদ্বোধন বিএনপি নেতা জাকির হোসেনের জ্যৈষ্ঠ কন্যার বিয়ের অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের তিন শ্রমিক নিহত, পরিবারে চলছে শোকের মাতম নতুন বছরের শুভেচ্ছা জানালো চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদ” হাজীগঞ্জে   মৃত্যুর মিছিলে২৪ জন  বাংলাদেশের ২০২৪: একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ যত বিরল ঘটনা একজনের পক্ষে সাতজনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কোহিনুর বেগম চাঁদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন হাজীগঞ্জে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন চাঁদপুরে ক্যারিয়ার এইডের উদ্যোগে জব ফেয়ার ও ক্যারিয়ার ডে অনুষ্ঠিত চাঁদপুরে জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা ভেঙ্গে গেছে প্রাচীন সেতুটি শাহরাস্তিতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চাঁদপুরে ডাকাত আতংক, মসজিদে মসজিদে মাইকিং হাজীগঞ্জে দুই মরদেহ উদ্ধার বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার হাজীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা মনির হোসেন নিহত  চাঁদপুরে জাহাজে সাত খুন: আসামী ইরফানকে সাত দিনের রিমান্ড প্রবাসীদের মৃতদেহ সরকারি উদ্যোগে দেশে নিতে হবে: ইউনুস মাহমুদ বন্ধুবান্ধব–পরিচিত সার্কেলের এক সরকার হয়েছে: নুরুল হক নুর