মেহের ডিগ্রী কলেজে নবীন বরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের শাহরাস্তিতে এইচএসসি পরিক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত একশ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে মেহের ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
মেহের কলেজ গভনিং বডির সভাপতি মাঈনুদ্দীন আহমেদ ইকবালের সভাপতিত্বে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী৷ প্রমূখ।
পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। সব শেষ পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।