মোহাম্মদপুর সপ্রাবিতে বিদায় সংবর্ধনা
চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়ানুষ্ঠান হয়েছে। প্রধান শিক্ষক আবু সাদেকের সভাপতিত্বে সহকারী শিক্ষক ও উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তোপাজ্জল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিটিএ কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট সমাজ সেবক নাঈমুল হক মজুমদার, সাবেক দাতা সদস্য ও বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, দাতা আবুল খায়ের মজুমদার, শিক্ষক প্রতিনিধি এটি হোসাইন আহমদ তালুকদার, সাবেক সদস্য গাজী উয়ালী উলাহ, সাবেক সভাপতি মাসুদুর রহমান, সহভাপতি ও ইউপি সদস্য হানিফ সর্দার, সাবেক সদস্য মিজানুর রহমান সর্দার, সদস্য মনির হোসেন, শিক্ষক ইব্রাহিম খলিল, কামরুন্নাহার মিরা, হোসনে আয়শা, জুলেখা রুবি, নাদিয়া আক্তার, ও রাজিয়া সুলতানা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাও ছফিউল্যাহ।