হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী নির্বাচিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে। বিকাল তিনটার পর সাময়িক বিরতির পর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এ সময় সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ তুহিন হায়দার। তিনি কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন মোহাম্মদ আহসান হাবীব মজুমদার ও রওশন আক্তার।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ কামাল হোসাইন চৌধুরী।তিনি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছেন মোঃ তাজুল ইসলাম ও নুরুল আমিন।
নির্বাহী সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি পদে দুজন মোহাম্মদ জামাল হোসেন ও মঞ্জিল হোসেন, সিনিয়র সহ-সভাপতি (মহিলা) পদে রাবেয়া আক্তার , সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল ও মোহাম্মদ শামসুদ্দিন ,সহ-সভাপতি (মহিলা) ফারজানা আমীন ও শাহিনুর বেগম , নির্বাহী সম্পাদক মোঃ ইমরান হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ফজলে আজিম আরমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে এ এম এন মঞ্জুর মাওলা ও মোঃ শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক( মহিলা) কোহিনুর আক্তার, সহ- সম্পাদক বিএম শরিফুল আলম ও মোহাম্মদ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক আব্দুল আউয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছে।