শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস ক্রিকেট টুনামেন্টের সিজন টু শুরু
গ্লোবাল টি-২০ খেলতে যাওয়া রংপুর রাইডার্সের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার তিনি চাঁদপুরের শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধনকালে এই মন্তব্য করেন।
আসন্ন গ্লোবাল টি-২০ লীগে অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স। আর এই টুর্নামেন্টকে চ্যালেঞ্জ হিসেবে হিসেবে দেখছেন দলটির সহকারি কোচ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন প্রান্তের ৩২টি দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট।
তবে আশরাফুল মনে করছেন, চ্যালেঞ্জের একই সাথে দেশের বাহিরে কন্ডিশনে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করাকে অপরচুনেটি হিসেবে দেখেন তিনি। এসময় দেশী-বিদেশী ক্রিকেটারের সমন্বয়ে গড়া টিম নিয়ে দেশের বাহিরে ভালো ফলাফলের আশা করেন তিনি।
আয়োজিত টুর্নামেন্ট নিয়ে তিনি দাবি করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের টুর্নামেন্ট থেকে নতুন নতুন ক্রিকেটার বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যে এমন টুনামেন্টের আয়োজন করার কথা জানান আয়োজক সাদ্দাম হোসেন মিঠু।
টুনামেন্টের প্রথম ম্যাচে শাহরাস্তি উপলতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় তুলে নেয় নোয়াখালী জাফরনগর স্পোর্টিং ক্লাব।