ফরিদগঞ্জে শশুর বাড়ির পরিবারের নির্যাতনের শিকার গৃহবধু
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
Link Copied!
ফরিদগঞ্জে দেবর ও ননদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন পারভীন বেগম (২৮) নামে এক গৃহবধু। অব্যাহত নির্যাতনের স্থানীয়দের দ্বারা বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত তৈয়ব উল্যার বড় ছেলে আরিফ হোসেনের সাথে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের শাহজালাল ক্বারীর মেঝ মেয়ে পারভীনের সাথে প্রেম ও বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু হয়। এই দাম্পত্য জীবনে তাদের ৩টি সন্তান এসেছে। স্বামীর সংসারে সুখি থাকলেও দেবর জিয়াউর রহমান, ননদ আফরোজা আক্তার রোমা ও সুমী বেগম কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে হতাশা ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাচ্ছেন পারভীন বেগম। বাবার মৃত্যুর পর পরিবারের কর্তৃত্ব দেখাতে শুরু করেন পারভীনের ননদ আফরোজা আক্তার রোমা। তিনি নিজের ইচ্ছামত নানান ঘটনা রচনা করে তুচ্ছ ওইসব ঘটনায় বেআইনীভাবে গালমন্দ ও মারধর করে পারভীনকে। এভাবেই একাধিকবার দেবর ও ননদ কর্তৃক হামলার শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেও এই জেলাতে বাবা মা আত্মীয়স্বজন না থাকায় সকল নির্যাতন সহ্য করে আসছে পারভীন। নিজের প্রিয়তমা স্ত্রীর উপর ছোট ভাই ও বোনের দ্বারা এমন অমানবিক নির্যাতন চোখে দেখেও পরিবারের মানসম্মানের কথা বিবেচনায় চুপ থাকতে বাধ্য হয় পারভীনের স্বামী আরিফ হোসেন।
পারভীন বেগম হাউমাউ করে কেঁদে বলেন, এখানে আমার স্বামী ছাড়া আমার পাশে দ্বাড়ানোর জন্য আর কেউ নেই, আমি একাধিকবার শারীরিক ও মানষিক নির্যাতনের শিকার হয়েও বিচার পাইনি।
ভুক্তভোগীর স্বামী আরিফ হোসেন বলেন, আমি পরিবারের বড় ছেলে, তাই ছোট ভাই ও বোনদের নির্যাতন সহ্য করা ছাড়া কোন উপায় দেখছিনা। তাদের বাধা দিতে গিয়ে আমিও হামলার শিকার হয়েছি। তার ভাই ও বোনকর্তৃক স্ত্রীর উপর নির্যাতনের কথা শিকার করেছেন।
এদিকে অভিযুক্ত অভিযুক্ত আফরোজা আক্তার রোমা ঘটনা অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবী করেন।
স্থানীয় কাউন্সিলর জাহিদ হোসেন বাবুল পাটওয়ারী বলেন, এই পরিবারটির একাধিবার শালিস দরবার হয়েছে। পারভীন বেগম নামে ওই গৃহবধু নির্যাতনের শিকার এটা প্রমানিত। তার স্বামী আরিফ হোসেন সহজ সরল হওয়ায় ভুক্তভোগী উচিৎ বিচার বি ত হচ্ছে বলে আমি মনে করছি।
ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক আবদুল কাদির বলেন, পারভীন বেগমের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে, পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।