তিনদিন ধরে চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ, যানবাহন, বাসা-বাড়ীতে ভোগান্তি
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
তিনদিন ধরে চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যানবাহন, বাসা-বাড়ীতে ভোগান্তি চরমে। কোন ধরণের নোটিশ কিংবা কোম্পানীর পক্ষ থেকে মাইকিং না করায় অনেকে রান্না করতে নানান ধরণের বিড়ম্বনায় পড়েছেন। ফলে হোটেল থেকেই খাবার এনে খেতে হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের দেখা মিলছে না। এরআগে েবুধবার সকালে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ম্যানেজার মোবারক হোসেন বলছেন, চট্টগ্রামে গ্যাস লাইন মেরামত শেষ হয়েছে। শুক্রবার সকাল আটটা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সেখান থেকে কুমিল্লার বিজরা এলাকায় গ্যাস সরবরাহ শুরু হবার পরই চাঁদপুরের গ্রাহকেরা গ্যাস পাবেন।
শহরের চেয়ারম্যান ঘাটের উকিল ভিলার বাসিন্দা ইসরাত জাহান ইভা বলেন, তিনদিন ধরে গ্যাস নেই। শুকনা খাবার ও হোটেলের উপর নির্ভর।
হাজীগঞ্জ বাজারের বাসিন্দা আইরিন সুলতানা পলি জানান, গ্যাস না থাকায় বিকল্প পদ্ধতিতে মাটির চুলায় রান্না করতে হচ্ছে।
হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মালিক মো. কাউছার হোসেন জানান, গ্যাস সরবরাহ না থাকায় সিলিন্ডার গ্যাস দিয়ে গ্রাহকের চাহিদা মিটানোর চেষ্টা করা হচ্ছে।
সিএনজি চালক সুমন জানান, গ্যাস না থাকায় দুই দিন গাড়ী চালানো বন্ধ। গ্যাস এলে সিএনজি স্টেশন থেকে গ্যাস নিতে হবে।
বাখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক মোবারক হোসেন বলেন, গ্রাহকদের সাময়িক সমস্যার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। মেরামতের কাছ শেষ। আজ শুক্রবারের মধ্যে সকল গ্রাহক গ্যাস পেয়ে যাবে।