ফরিদগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রথম কর্ম দিবস

ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৪ | ১২:৩৯
ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৪ | ১২:৩৯
Link Copied!
শপথগ্রহন শেষে আনুষ্ঠানিক ভাবে সোমবার (৮ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারসহ নব নির্বাচিত ভাইস চেয়ারম্যানগণের উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করেছেন। এনবিআর এর সদস্য, সাবেক আইজিপি থেকে শুরু করে অফিসের পিয়ন কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। আমিও আপনাদেরকে ষ্পষ্ট বলে দিচ্ছি, কোন অনিয়মকে প্রশয় দেয়া হবে না। প্রত্যেক সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি  সকলকে জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। আপনারা সকলে সততা ও দক্ষতার সাথে কাজ করুণ, দুর্নীতিবাজদের কোন ছাড় নেই। আশা করছি নতুন উপজেলা পরিষদ ফরিদগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করবে। সেজন্য আপনারা সকলে সহযোগিতা করবেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম।
এর আগে সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস