ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর
Link Copied!
ফরিদগঞ্জের পাইকপাড়া দঃ ইউনিয়নে পানিতে পড়ে দুই বছরের শিশু বাচ্চার মৃত্যু হয়।
রবিবার (৮ জুলাই) দুপুরে ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামে এঘটনা ঘটে। সে একই গ্রামের মন্দার বাড়ির সুমনের মেয়ে।
স্থানীয়দের থেকে জানা যায়, শিশু বাচ্চাটি কিভাবে পানিতে পড়ে মারা যায়, তা কেউই বলতে পারবে না, তবে ধারনা করা হচ্ছে, বাচ্চাটি একা একা হাঁটাহঁটি করতে গিয়ে পানিতে পড়ে যায়, যদি আশেপাশে কেউ থাকতো তাহলে হয়তো মৃত্যুটা হতো না।
৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন বলেন, মৃত্যুর ঘটনা শুনেছি, বিষয়টা দুঃখ জনক, এই বর্ষার সময় সবাই সচেতন থাকা জরুরী, বাচ্চাদেরকে সবসময় নজরে রাখা উচিত।