হাজীগঞ্জে বিয়ের চার মাসে নববধুর সন্তান প্রসব!
হাজীগঞ্জে বিয়ের চার মাসের মাথায় নববধু ১০ মাসের সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফলে বিচ্ছেদ হওয়ার পথে চার মাসের দাম্পত্য জীবনের সংসার।
ঘটনাটি হয়েছে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের সাকচিপাড়া নাজিমুদ্দিন বেপারী বাড়ীতে।
বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে স্থানীয় সুত্রে জানা যায়, একই উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের এক যুবকের সাথে বিবাহ হয় প্রায় ৪ মাস পুর্বে। গেলো ১ মে নববধুর পেটে ব্যথা অনুভব করলে স্বামী হাজীগঞ্জ বাজারের একটি প্রাইভেট হসপিটালে নিলে কন্যা সন্তান প্রসব হয়।
পরদিন নববধুকে শিশু সন্তান’সহ তার বাবার বাড়িতে দিয়ে যায়। নবাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এলাকায় মূখরোচক আলোচনার ঝড় উঠেছে।
নববধূ’র বোড় বোন অভিযোগ করে বলেন তার স্বামী কাউসার যৌতুকের দাবীতে তাকে অত্যাচার করতো। এই ঘটনায় মামলা চলমান রয়েছে। আর এই সুযোগে তার আপন ছোট বোনের সাথে অবৈধ ভাবে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়।
এদিকে নববধূ প্রথমে মুখ খুলতে না চাইলেও একপর্যায়ে বলেন, বিভিন্ন সময়ে তার বড় বোনের জামাই কাউসার দিনে এবং রাতে সুযোগ বুঝে মুখে চাপা দিয়ে শারিরীক সম্পর্কে লিপ্ত হতো। এখন এ ঘটনার কারনে যদি তার বর্তমান স্বামী না মেনে নেয় তাহলে তার সাথে ছাড়াছাড়ি করতে প্রস্তুত।
এ বিষয়ে জানতে একই ইউনিয়নের নওহাটা ফকির বাড়ীর ফারুকের ছেলে অভিযুক্ত কাউসারের কাছে গেলে তাদের কাউকে পাওয়া যায় নি এবং কাউসারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।