নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান নির্বাচনে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনে জনগনের ভোটে নির্বাচিত হওয়ায় সোমবার সকালে রাজারগাঁও বাজারের সকল ব্যবসায়ী ও বাজারে আগত সকল ক্রেতাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
তিনি প্রথম বারের মতো একটি নির্বাচনে জনগনের অংশ গ্রহণ মূলক একটি নির্বাচনে জনগন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেওয়ার জন্য বাজারের সকল ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানান।
নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানে এ দিন সকালে বাজারে আসলে ব্যবসায়ীরা হাত নেড়ে অভিবাদন জানান এবং ব্যবসায়ীদেরকে চেয়ারম্যান হাত নেড়ে শুভেচছা জানান।
এছাড়াও তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কোলাকুলি করেন।
ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করার সময়ে তার সঙ্গে ছিলেন আলহাজ্ব মোঃ আশেক আলী পাটোয়ারী, লোকমান বেপারী , মনির তফদার, সাহাজালাল ভূইয়া, মাহফুজ খান, মোঃ জাফর বেপারী, সাহাজালাল সাজু, আল আমিন ভূইয়া, ফারুক বেপারী সহ আরো অনেকে। তিনি পরিষদের সকল সেবা সহজ ভাবে জনগনের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন এবং বাজারকে সুন্দর ও আধুনিক রুপে রুপান্তর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এএসসি/পবন