‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’ বইয়ের মোড়ক উন্মোচন
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
সত্যকে সত্য মিথ্যেকে মিথ্যা বলতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, সাংবাদিকরা মানুষের কথা রাজনীতিকদের কাছে আর রাজনৈতিকদের কথা মানুষের কাছে তুলে ধরেন। বাংলাদেশের সাথে আমাদের যে সংযোগ সেক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা আছে।
শুক্রবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ক স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের তথ্য গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সম্মানিত অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন কবি ও ছড়াকার ডাক্তার পীযুষ কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক কাদের পলাশ। সঞ্চালনা করেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
অনুষ্ঠানে কাদের পলাশের গবেষণা গ্রন্থ ‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চ।