ফরিদগঞ্জে নৌকা প্রতীকের সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপনের মোটর শোভাযাত্রা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২০ | ১১:০৩
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২০ | ১১:০৩
Link Copied!

ফরিদগঞ্জ পৌরসভা নৌকা প্রতীকের সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন এর মোটর সাইকেলে শোভাযাত্রা ও ৯ নং ওয়ার্ডে নেতাকর্মী ও সাধারণ জনগনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা থেকে মোটর শোভাযাত্রা শুরু করে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
প্রায় তিন শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রা মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম রিপন কে মেয়র হিসেবে দেখতে চান বলে স্লোগান দিতে নেতাকর্মীদের উজ্জীবিত করে দলীয় নেতাকর্মীরা।

মোটর শোভাযাত্রা শেষে সন্ধ্যায় পৌর এলাকা ৯নং ওয়ার্ডর বোসের বাড়ি মসজিদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর সভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন, তিনি বলেন,পৌরবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করার জন্য আমি রাজনীতি করি
অবহেলিত জনগণের জন্য জনগণের সেবা করার জন্য। শিক্ষার মানোন্নয়নে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি।
আগামীতে নির্বাচিত হলে এই পৌরবাসীর দুঃখ দুর্দশা লাঘবে নিজেকে বিলিয়ে দিবো।
কর্মহীন মানুষের কর্মসংস্থানের ভূমিকা রাখার চেষ্টা করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর প্রকল্প বাস্তবায়নে আমিও একজন সহযাত্রী হয়ে কাজ করে যাবো।
নির্বাচিত হলে পৌরসভায় এক ইঞ্চি রাস্তাও চেষ্টা করব যেন কাঁচা না থাকে প্রতিটি রাস্তাকে উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসবো।
আমি জেলা পরিষদের সদস্য থাকাকালীন পৌরসভার থেকে শুরু করে বিভিন্ন মসজিদ মন্দিরে অনুদান দিয়েছি। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই কাগজ ব্যাগ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করেছি। যে সকল ছাত্র-ছাত্রী টাকার অভাবে লেখাপড়া করতে পারেনি তাদেরকে অর্থ সহযোগিতা করেছি। আমি মেয়র হলে পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসেবে রুপান্তর করবো।
জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, গ্রাম হবে শহর সেটা বাস্তবায়নে কাজ করবো। আমাদের পৌর সভায় যে সকল রাস্তাঘাটে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে জলাবদ্ধতা সৃষ্টি
হয়েছে তা নিরসনে কাজ করবো। যে সকল রাস্তাঘাট সংস্কার করা হয়নি সেই সকল রাস্তাঘাট আমি করে দেবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান সবুজ, যুগ্ন আহবায়ক ও মেয়র প্রার্থী আকবর হোসেন মনির, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল, শাকিল পাঠান প্রমূখ।
এসময় মোটর শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো ফরিদগঞ্জে আকস্মিক আগুনে পুড়লো বসতঘর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় বাংলাদেশের মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন