৮২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মতলব উত্তর সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২০ | ৯:০৯
মতলব উত্তর সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২০ | ৯:০৯
Link Copied!

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ নাছির উদ্দিন বেপারী (৫১) ও ছেংগারচর পৌরসভার বারোআনী এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (২২) নামে দুই মাদক কারবারিকে পৃথক পৃথক অভিযানে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাছির উদ্দিন বেপারী উপজেলার দক্ষিণ সর্দারকান্দি গ্রামের আমিনুল হক বেপারীর ছেলে। ইকবাল হোসেন বারোআনী গ্রামের ইউসুফ সরকারের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সর্দারকান্দি এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, এসআই হাবিব ও এসআই সুমন্ত’সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবা ট্যবলেটসহ নাছির উদ্দিন বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করি।

তিনি আরো জানান, ছেংগারচর পৌরসভার বারোআনী গ্রামের সচেতনমহল মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে। মাদক কারবারী ও সেবী ইকবালকে আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদকসেবী ও কারবারীর স্থান মতলব উত্তরের মাটিতে হবে। মাদক তাদের স্থান কারকারে। মাদক মুক্ত করার জন্য সবাইকে নিয়ে কাজ করছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দিন বেপারী ও ইকবাল দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস