মতলব দক্ষিণে বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন
মাহফুজ মল্লিক
Link Copied!
মতলব দক্ষিণ উপজেলা “বঙ্গবন্ধু পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে মতলব দক্ষিণ উপজেলার বিশ্ববিদ্যালয়,কলেজ ও স্কুলের শিক্ষকদের সমন্বয়ে ৫ সেপ্টেম্বর ভার্চুয়্যেল মিটিয়ে মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি করা হয় মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক করা হয় গ্রীণ বিশ্ববিদ্যালয়ের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তারেক বিন- জামানকে।আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য মতলব দক্ষিণের বিশ্ববিদ্যালয়,কলেজ ও স্কুলের শিক্ষকদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।