ফরিদগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর সভা অনুষ্ঠিত
আনিছুর রহমান সুজন
Link Copied!
দারিদ্র পীড়িত লোকজনকে ১০কেজি করে চাল দেয়ার সরকারি ঘোষনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর -অক্টোবর -নভেম্বর প্রান্তিকের কর্মসূচী শুরু হচ্ছে।
কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচীর উপজেলা পর্যায়ের সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কান্তি ত্রিপুরা ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এবং ইউনিয়ন পর্যায়ের ডিলারবৃন্দ।
সভায় জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নের জন্য মোট ৭হাজার ৯শত ৯৭টি কার্ড বরাদ্দ হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ৫৩৩টি করে কার্ড রয়েছে। কার্ডপ্রতি ১০ টাকা কেজি প্রতি ৩০ কেজি চাল পাবে কার্ডধারীরা।
এই জন্য মোট ২৩৯.৯১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।