মতলব দক্ষিণে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় দলীয় কার্যালয়ে পালন করেছে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। এই উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি লিয়াকত হোসেন প্রধান, কাজল ভট্টাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ও আওয়ামীলীগনেতা মোহাম্মদ তওফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, মতলব পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাদল, পৌর আওয়মীলীগের সিনিয়র সহ সভাপতি সুকুমার ঘোষ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, দেওয়ান মোঃ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. শাহ আলম, আ’লীগ নেতা আকতার সরকার, পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছা্ত্রলীগের নেতাকর্মীবৃন্দ ।