শোক দিবস পালনকল্পে মতলব পৌর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে গতকাল ১৪ আগস্ট দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল,সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক চন্দন সাহা, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি সুকুমার ঘোষ, প্রভাষক জসীম উদ্দীন মৃধা, বশির চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির খান প্রমুখ।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে যাঁরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মতলব পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।