মতলব দক্ষিণে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মানববন্ধন
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে করোনা সংকটে বিভিন্ন দাবী আাদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল ৯ আগস্ট রবিবার দুপুরে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়।
সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সভাপতি ও কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।
জানা যায়, বৈশ্বিক মহামারী করোনায় কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষক কর্মচারীদের বেঁচে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে প্রতিটি স্কুলকে আর্থিক সহায়তা/ প্রনোদনা/ সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা, শিক্ষক কর্মচারীদের মাসিক কমপক্ষে ৭ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা, সহজশর্তে নিবন্ধনের ব্যবস্থা করা, বিগত ৬ মাসের বাড়ী ভাড়া ও বিদ্যুত বিল মওকুফসহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মতো করে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে সংগঠনরি মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় সাপ্তাহিক মতলব কন্ঠের সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি রিয়াদুল আলম রিয়াদ,এসোসিয়েশনের সহ- সভাপতি আব্দুর রব পাটোয়ারী, মোঃ আলী মুকুল, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লাহ, সহ- সাংগঠনিক সম্পাদক আশরাফুল জাহান শাওলিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের নেত্রীবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।