ফরিদগঞ্জের ধানুয়ায় অর্ধশত ফলজ বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে ঈদগাহ সংলগ্ন মিজি বাড়িতে রাতের আঁধারে প্রায় অর্ধশত ফলজ বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি সোমবার(৩আগস্ট) রাতে কোন এক সময় ঘটে।
ওই বাড়ির মালিক বীরমুক্তিযোদ্ধা ছাইদুর রহমানের জামাতা আবুল বাসার জানান, সোমবার গভীর রাতের আঁধারে কে বা কারা তার রোপনকৃত ফলজ ও বনজ অর্ধশত গাছ কেটে ফেলে।
তবে তিনি জানান, পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সাথে তাদের চলাচলকারী সড়ক নিয়ে বিরোধ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোনায়েম খান বলেন, রাতের আঁধারে কে বা কারা এই নিরীহ পরিবারের গাছগুলো কর্তন করেছে, তা ন্যাক্কারজনক।
স্থানীয়রা জানান, আবুল বাশার হতদরিদ্র হওয়ায় ঘরের পাশেই একটি চায়ের দোকান করে পরিবারের জীবিকা নির্বাহ করছে। এতে করে একটি চক্র উঠে পড়ে লেগেছে তার ব্যবসা এবং তাকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এ বিষয়ে আবুল বাশার স্থানীয় গণ্যমান্য দেরকে মৌখিকভাবে জানিয়েছেন।