মতলব পৌরসভার মেয়র লিটনের রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া
মাহফুজ মল্লিক
Link Copied!
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন করোনা আক্রান্ত হয়ে মতলবের নিজ বাসায় চিকিৎসাধীনে রয়েছেন।
মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবীদের আয়োজনে ৩১ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে মতলব পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে পৌর মেয়র আওলাদ হোসেন লিটন এর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত সুস্থ্যতা এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কসমনা করে মোনাজাত করা হয়।