সাজাপ্রাপ্ত মহসিন এখন ভালো হয়ে গেছে: প্রশাসনের আন্তরিকতা চান পরিবার
ইয়াবা মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার মহসিন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। তার বাবা হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের গরুর মাংস ব্যবসায়ী আবুল ফারাহ।
পপুলার বিডিনিউজে মহসিন গ্রেফতারের প্রসঙ্গে একটি সচিত্র প্রতিবেদন করা হয়। পরিবারের পক্ষ থেকে ওই প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানান ভাই ইয়াছিন। ইয়াছিন দাবী করছেন, তার ভাই মহসিন এখন আর অপরাধমুলক কাজে জড়িত নন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা অহেতুক দেয়া হয়েছে। মহসিনকে ভালো হওয়ার সুযোগ দিতে প্রশাসনের আন্তরিকতা কামনা করেন তারা।
গরু চুরির মামলা প্রসঙ্গে ইয়াছিন বলেন, প্রথমে একটি চোরাই গরু কিনে মহসিন। তারপর থেকে তার বিরুদ্ধে গরু চুরির মামলা দেয়া হয়।
মহসিনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। গরু চুরির তিনটি মামলা। দুইটি মাদক মামলা, একটি ডাকাতি প্রস্তুতি মামলা ও অপরটি অস্্র আইনে মামলা রয়েছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।