বঙ্গবন্ধুর আদর্শে সমৃদ্ধশালী করতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নেই- এমপি রুহুল

মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ১৯, ২০২০ | ৮:৪৮
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ১৯, ২০২০ | ৮:৪৮
Link Copied!

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেছেন, দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সমৃদ্ধশালী করতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নেই।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নেতৃত্বে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে গাছের চারা লাগাতে হবে।

তিনি আরো বলেন, সারা বিশ্বে করোনার মহামারী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনকে বাজী রেখে এদেশের আপামর জনসাধারনের কল্যানে কাজ করে যাচ্ছেন। সারাদেশে করোনার মধ্যে দিয়ে হত দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে একযোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছেন তিনি।

তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে গাছের চারা বিতরন ও রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীনের সভপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। পরে তিনি পৌরসভার ১০টি ও ইউনিয়নের ৬টি মোট ১৬টি প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরন করেন এবং মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে গাছের চারা রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ইকবাল হোসেন পাটোয়ারী, হানিফ চৌধুরী, ফারুক আহম্মেদ বাদল, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির চৌধুরী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, সাবেক ছাত্রনেতা বাদল ফরাজী, ছাত্রলীগ নেতা লিখন সরকার, মোঃ সবুজসহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও তিনি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বয়স্কভাতা, বিধবা ভাতা কার্ড প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান