ফরিদগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
মুজিব বর্ষ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্দাহত বীমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
কর্মসূচীর শুরুর পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের পাটওয়ারী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা পুরো দেশে এককোটি গাছ রোপনের উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতৃবৃন্দের মাধ্যমে তিনটি করে গাছ লাগানোর শুরু করছি। পরিবেশ বাঁচাতে গাছ রোপনের বিকল্প নেই। একই সাথে ফলজ ও ভেষজ গাছ রোপনের মাধ্যমে আমরা আমাদের ফরমালিন মুক্ত ফল পাবো। দেশের এই দু:সময় আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবা করতে পারি, তবেই সুজলা সুফলা হয়ে উঠবে জাতির পিতার সোনার বাংলাদেশ। তাই আসুন আমরা প্রত্যেকে তিনটি করে গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যাহ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক রাজীব মজুমদার, রবিউল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল পাঠান, সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ সহসভাপতি সাখাওয়াত হোসেন মিন্টু, যুগ্মসম্পাদক নাহিদ পাটওয়ারী, খায়রুল বাশার,আফসার হাসেন, আরিফ হোসেন, পলাশ, হকার্স লীগের সভাপতি সুমন প্রমুখ।