মতলব দক্ষিণে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ ঘোড়াধারী গ্রামে রাস্তার পাশে পানি থেকে অজ্ঞাত নারী (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়। ১৫ জুলাই (বুধবার) সকাল ১১ টায় মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে এই মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি রাস্তার পাশে ডোবাতে পানিতে ওই নারীর মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। মৃতদেহটি দেখতে পেয়ে ওই ব্যক্তির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও মতলব দক্ষিণ থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, উদ্ধারকৃত মহিলার এখনো কোনো পরিচয় মেলেনি। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় পাওয়া গেলে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।