কচুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত দুই
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
শনিবার সকালে কচুৃয়া উপজেলায় মোটরসাইকেল- ট্রাক মুখোমুখী দুর্ঘটনায় দুই আরোহী গুরুতর আহত হয়।
জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেলে লক্ষীপুর জেলা থেকে ঢাকায় যাবার পথে এই দুর্ঘটনার শিকার হন।
কচুয়া উপজেলার বায়েক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের একজন সাচার প্রাইভেট ক্লিনিকে আরেকজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোটর সাইকেল আরোহীর পকেটে থাকা ভোটার আইডি কার্ড থেকে তার ঠিকানা জানা গেছে। তার নাম আফজাল সুমন। বাড়ী লক্ষিপুর সদর। লক্ষীপুর থেকে হোন্ডায় ঢাকা যাওয়ার পথে এঘটনা ঘটে।