আমার চেতনায় তুমি নিরন্ত বহমান

সৌম্য সালেক
আপডেটঃ মে ২৪, ২০২০ | ২:৫৮
সৌম্য সালেক
আপডেটঃ মে ২৪, ২০২০ | ২:৫৮
Link Copied!

ছেলেবেলায় পাঠ্য বাংলায় দেখা, বুকে-হাত বীর- বিপ্লবী কবির এই ছবিটাই সব থেকে বেশি প্রিয় আমার। প্রথম দেখাতেই ছবিটার প্রেমে পড়ে যাই। এরমাঝে দ্রোহ, প্রেম, জয় করবার প্রবল অভিপ্সা, দূরদৃষ্টি কী নেই; ছবিটি যেনো তাঁরই ভাষ্যে ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য’-এর চরম প্রতিরূপ!
কিশোরকালে, নজরুলের ছবিযুক্ত ক্যালেন্ডার পাওয়া যেতো বাজারে, সেসবে- ফুলের জলসায় নিরব কেন কবি, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, বল বীর বল উন্নত মম শির- এমন বিবিধ পঙক্তি শোভিত থাকতো। আমাদের পুরনো ঘরের পুরনো বেড়ায় আমি দুবার ক্যালেন্ডার কিনে লাগিয়েছিলাম।
অনেক বছর বাদে ঘর বদলের ফলে এখন আর সেই ক্যালেন্ডারের অস্তিত্ব নেই কিন্তু অন্তরের গুলবাগিচায় আজো কবি চিরজাগ্রত আজও নানা অনিয়ম অনাচার দেখে তাঁরই চেতনায় শাণিত হই, আজও উদ্দিপনা পাই তাঁর তুঙ্গস্পর্শী উচ্চারণে। কাজী নজরুল ইসলামের কবিতা শ্রবণের মাধ্যমেই আমার সাহিত্য প্রেমের সূচনা।
ছেলেবেলায় মামার কণ্ঠে নজরুলের কাণ্ডারি হুশিয়ার, খেয়া পারের তরণী, বিদ্রোহী- এসব কবিতার উচ্চারণ রক্তের মধ্যে যে অবোধ্য চেতনার সঞ্চারণ ঘটিয়েছে, সে থেকেই কবিতার প্রতি আমার অনিবার অাকর্ষণ। তারপর, ‘বাদলা কালো স্নিগ্ধা আমার কান্তা এলো রিমঝিমিয়ে…’- রুবাইয়াৎ ই ওমর খৈয়াম আর হৃদয়ে ঝড় তোলা ব্যঞ্জনাময় গজলের বেলোয়ারি তান বাঁধন হারা’র যে উচাটন-মনোভাব জাগিয়েছে তা আজও আমার ভাবলোকে নার্গিস-বনের অনুপম ফল্গুধারা বইয়ে চলেছে।
১২২-তম জন্মদিনে প্রিয় কবিকে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস