ধারাবাহিকের আধিক্য ঈদ নাটকে

বিনোদন ডেস্ক
আপডেটঃ মে ২২, ২০২০ | ৬:৩৪
বিনোদন ডেস্ক
আপডেটঃ মে ২২, ২০২০ | ৬:৩৪
Link Copied!

করোনার এ দুর্যোগকালেও আসন্ন ঈদকে ঘিরে দেশে আগের মতোই সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের প্রায় সব টিভি চ্যানেল। বরাবরের মতো এবারও বড় একটি অংশে থাকছে নাটকের আধিক্য। নতুন-পুরানো মিলিয়ে কয়েকশ নাটক-টেলিফিল্ম প্রচার করবে চ্যানেলগুলো। তবে প্রাধান্য পাচ্ছে ধারাবাহিক নাটক। প্রতিদিনের আয়োজনে দু-একটি খন্ড নাটক থাকলেও প্রচারিত হবে কয়েকটি করে ধারাবাহিক। যদিও এসব ধারাবাহিকের প্রায়ই পুরানো। শুটিং বন্ধ থাকায় নতুন ধারাবাহিকের সুযোগ হয়নি এবারের ঈদে।

একুশে টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন প্রচারিত হবে সাত পর্বের ৫টি ধারাবাহিক নাটক। অনিমেষ আইচের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দাদার দেশের জামাই’ ধারাবাহিকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, ভাবনা, রওনক প্রমুখ। চঞ্চল চৌধুরী, বাঁধন, ডা. এজাজ, শামীমা নাজনীন, ডলি জহুর, মিশু সাব্বির, স্নিগ্ধা মোমিন অভিনয় করেছেন ‘পোস্টমর্টেম’ ধারাবাহিকে। আসিনুর রহমান মিলন, নাজিয়া মৌ, সিদ্দিকুর রহমান, রোমানা স্বর্ণা, নূর এ আলম নয়ন অভিনীত ঈদের ধারাবাহিক নাটক ‘ওয়ান গার্ডেন টু ফ্লাওয়ার্স। আ খ ম হাসান, মীর সাব্বির, প্রাণ রায়, অহনা, হুমায়রা হিমু, সিদ্দিককে দেখা যাবে ‘ভেজাল গ্রাম ভেজাল মানুষ’ ধারাবাহিক নাটকে। ‘ফাইস্যা গেছে বাপ বেটা’ শিরোনামের নতুন এ ধারাবাহিকে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুর হক, তারিক স্বপন, জামিল, মুনিরা মিঠু, নীলা ইসলামসহ অনেকে। শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারলেও এবারের ঈদে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দুলু বাবুর্চি’। যেখানে জাহিদ হাসান অভিনয় করেছেন স্বনামে, হাজির হচ্ছেন বাবুর্চির বেশে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। পরিচালক গল্প প্রসঙ্গে জানান, আব্দুল করিম ওরফে দুলু বিদেশ যাওয়ার আগে থেকেই গ্রামের বিয়ে-জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে স্ব-উদ্যোগে রান্নার কাজটি করত। কেউ কেউ তখন থেকেই তাকে দুলু বাবুর্চি নামেও সম্বোধন করত। এবার মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে সে তার পুরানো শখের কাজটিকেই পেশা হিসেবে গ্রহণ করেছে। তবে নামের শেষে বাবুর্চি শব্দটি নিয়ে বেশ আপত্তি রয়েছে দুলুর। এমন গল্প নিয়ে এগিয়ে চলা এই ঈদ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- আশনা হাবিব ভাবনা, শানারেই দেবী শানু, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, আরফান আহমেদ প্রমুখ। এ ধারাবাহিকটি এনটিভিতে ঈদের ৭দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি। এটিএন বাংলার অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ৯.২০ মিনিটে প্রচার হবে ১০ পর্বের ধারাবাহিক নাটক ‘আনন্দ ভ্রমণ’। ফজলুল সেলিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আ খ ম হাসান, ডা. এজাজ, ফারুক আহমেদ, শবনম ফারিয়া, প্রিয়া আমান, উর্মিলা শ্রাবন্তী কর, তারিক স্বপন, রিমি করিম, আব্দুলাহ রানা, সাবেরী আলম, কে এস ফিরোজ, সাবিহা জামান প্রমুখ। চ্যানেল আইর ঈদ স্পেশালে দেখানো হবে আফজাল হোসেন এবং অপি করিম অভিনীত ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রেখা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দিন থেকে শুরু করে অষ্টম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন সন্ধা ৬.১০ মিনিটে। ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ইস্কানদার শাহ একজন সুপার স্টার’ প্রচারিত হবে আরটিভিতে। এটি পরিচালনা করেছেন হিমু আকরাম।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দেশের অর্থনীতিতে চাঁদপুরের চার তারুণ্যের অবদান: আস্থা গ্রুপের সাফল্য জুলাই-আগস্টে হতাহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চায় হাইকোর্ট পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে চালু হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন চাঁদপুর পদ্মা-মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার আইনের মাধ্যমে দেখবেন কেয়া চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিয়েছে গ্রাহকরা লন্ডনের রাস্তায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান! চাঁদপুর নৌ-অঞ্চলে ৫৭ জেলে আটক, ৪৪ জনের করাদন্ড সাদিয়া আয়মান লাইভে মিথ্যা আতঙ্ক ছড়ালেন মতলব উত্তরে বিএনপির বিভিন্ন স্থানে পথসভা ব্যারিস্টার সুমন গ্রেফতার ৪ জানুয়ারী (ঢাবি)র ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি শুরু গণঅধিকার পরিষদের চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন ইউনুস মাহমুদ মসজিদের সিলিং ফ্যানে ঝুলে যুবকের ‘আত্মহত্যা’ . সরকারে সাংবিধানিক বৈধতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য রাষ্ট্র পতির কচুয়ায় ভুয়া জন্মসনদ দিয়ে বিয়ে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ  ভাইকে ফাঁসাতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা চরমোনাই’র নমুনায় তিন দিনব্যাপী মাহফিলের মাঠ প্রস্তুতের কার্যক্রম শুরু