অবৈধভাবে মাটি তোলায় যুবদলের নেতার ৭ দিনের কারাদণ্ড
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ দণ্ডাদেশ দেন।
রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন স্থানীয় কিছু লোকজন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির মালিক দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানকে আটক করেন। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।