কচুয়া পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের কচুয়া পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কচুয়া পৌরসভার কর্মকর্তা- কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম নসু, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইমাম হোসেন পিন্টু, আলমগীর হোসেন, গাজী মনির, কচুয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মোঃ জয়নালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত ১০টি অবৈধ দোকান স্থায়ীভাবে উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, পৌরসভার সামনে সড়কের উপর দোকানপাট নির্মাণ করায় যানচলাচলে অসুবিধা হতো। ফলে প্রতিনিয়ত পৌরসভার সামনে যানজট লেগে থাকতো।স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কিছু অসাধু ব্যবসায়ী ছোট-ছোট কিছু দোকান নিজেদের ইচ্ছা মতো নির্মাণ করে দীর্ঘ দিন ব্যবসা পরিচালনা করে আসছেন। ফলে পৌরসভার সামনে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো।
সড়কের উপর নির্মিত দোকান স্থায়ীভাবে উচ্ছেদ করায় ধন্যবাদ জানিয়েছেন সচেতন মানুষ।
এব্যাপারে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, পৌরসভার সামনে যানজটের মূল কারন ছিল সড়কে অবৈধ দোকানপাট নির্মাণ। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থায়ীভাবে এ অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হলো। ভবিষ্যতে কেউ এ স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।