হাজীগঞ্জে দিনে হাজিরা দিয়ে রাতে বাদীর বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সম্পত্তিগত বিরোধে দায়ের করা মামলার হাজিরা দিয়ে রাতে বাদীর বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে উপজেলার নোয়াদ্দা গ্রামের গাজী নুর আহমেদের বসতবাড়ীতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় নুর আহম্মেদের স্ত্রী সাফিয়া বেগম ও পত্রবধূ শান্তা বেগম আহত হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার হামলাকারী মানিক, রুবেলসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
মামলায় হামলাকারীরা বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করে বসতঘরে থাকা দুইজনকে মারধর করেছে বলে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী গাজী নুর আহমেদ বলেন, বাড়ীতে পুরুষ কেউ ছিল না। হঠাৎ করে হামলা চালিয়ে সব তছনছ করেছে।
এদিকে হামলাকারীদের মধ্যে মানিক হোসেন বলছেন, লীজ আনা সম্পত্তির অযুহাতে পথচারীদের জায়গা দখল করে একের পর এক মামলা দিয়ে আসছে গাজী নুর আহমেদ। তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাড়ী করে হামলা করেছে বলে দাবী তার।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাজীগঞ্জ অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।