সেচ্ছাসেবক দলের সভাপতির পিতার দাফন সম্পন্ন
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কুদ্দুসের পিতা আরব আলী সর্দার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সকালে স্থানীয় তারালীয়া ঈদ গাঁ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এসময় স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এম এ রহিম পাটোয়ারি , উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি হাবীব উল্যাহ মজুমদার, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারন সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠু চৌধুরী প্রমূখ।
এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা জানাজার নামাজে অংশ নিয়েছে।
মোনাজাত পরিচালনা করেন মাও এটি হোসাইন আহমদ তালুকদার। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।