হাজীগঞ্জে ভরাট হয়ে যাচ্ছে পুকুর, ভরাট বন্ধের দাবী এলাকাবাসীর
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শহরে মৎস্য চাষ ও মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত পুকুর বালু দিয়ে ভরাট বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্নে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মনোয়ার হোসেন রিমেল জানান, হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আলীগঞ্জ হাজী আব্দুর রব চেয়ারম্যান বাড়ির পুকুরটি স্থানীয় প্রভাবশালী কবিরুল ইসলাম বাপ্পি জোরপূর্বক পুকুর বালু দিয়ে ভরাট করছে। এটি ভরাট বন্ধের দাবীতে এ মানববন্ধন।
হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার বাসিন্দা আহসান উল্লাহ বলেন, শত বছরের ঐতিহ্য পুকুরগুলো। ধীরে ধরে সব ভরাট হয়ে যাচ্ছে। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস মাঝে মধ্যে পানি সরবরাহের সংযোগ পেতে দুস্কর হয়। কেউ পুকুর ভরাটের প্রতিবাদ করলে পুলিশের কাছে চাঁদাবাজির অভিযোগ দেওয়ার হুশিয়ারী দেয়া হয়।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় আলীগঞ্জ হাজী আব্দুর রব চেয়ারম্যান বাড়ির পুকুরটির ভরাট বন্ধ রাখলেও প্রতিবাদকারীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় চাঁদা দাবীর অভিযোগ দেন প্রভাবশালী স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম বাপ্পী।
আলীগঞ্জ এলাকার বাসিন্দা কবিরুল ইসলাম বাপ্পী জানান, আগে যতটুকু ভরাট করা হয়েছে, এখন ওই অবস্থাতেই আছে। তিনি বলেন, পুরো পুকুর নয়, আমাদের অংশ ভরাটের অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু িএখনো অনুমতি পাইনি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, পুকুর ভরাট বন্ধের জন্য একটি আবেদন পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।