পিএইচডি পড়তে আমেরিকা যাচ্ছেন মিরণ মুন্সীর মেয়ে ফাতেমা খাতুন
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির স্পেন প্রবাসী আমজাদ হোসেন মিরণ মুন্সীর মেয়ে ফাতেমা খাতুন পিএইচডি পড়তে আমেরিকা যাচ্ছেন। ফাতেমা খাতুনের পরিবার বিষয়টি নিশ্চিত করেন।
আমজাদ হোসেন মিরণ মুন্সী জানান, ফাতেমা খাতুন ছাত্র জীবন থেকেই মেধাবী। দেশের কল্যাণে কাজ করতি সে গবেষণায় মনোযোগী হয়। তার মা ও পরিবারের পক্ষ থেকে তার জন্য সুস্থতা ও লক্ষ্য অর্জনের সফলতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।