হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন কলামিস্ট জাকির মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২৪ | ১০:৪৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২৪ | ১০:৪৬
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময় করে হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন  কলামিস্ট ও সাংবাদিক জাকির  মজুমদার। তিনি রোববার বিকালে রিপোর্টাস ক্লাবে এই মতবিনিময় করেন।
জাকির মজুমদার   মেয়র প্রতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমি বিএনপি’র হাজীগঞ্জ  পৌরসভার যুগ্মসম্পাদক। সে সূত্রে আমি বিএনপি থেকে মনোনয়ন চাইবো। বিএনপি কোন কারণে মনোনয়ন না দিলেও আমি  মেয়র পদে নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি সমাজের অনাচার দূর করতে, ঘুষ দুর্নীতি সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্যই এ পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি পৌরবাসীর সেবা করতে এ সিদ্ধান্ত নিয়েছি।  সাংবাদিক বন্ধুরা আমার প্রেশার মানুষ । আমাকে এক্ষেত্রে সহযোগিতা করবে। আমার সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা।
জাকির মজুমদার তার বক্তব্যের শুরুতেই সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি করোনা, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের হাজীগঞ্জ প্রেস ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব, সাহিত্য পরিষদ সহ নানা সংগঠন প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, মানব সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত  সম্পাদক  গাজী সালাউদ্দিন, প্রেসক্লাবে সিনিয়র সদস্য নূরে আলম পাটোয়ারী, মানবজমিন এর হাজীগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদ, হাজিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক কালের কণ্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, যায় যায় দিনের প্রতিনিধি এনায়েত মজুমদার, চাঁদপুর কন্ঠে নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির,  চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি জহিরুল ইসলাম জয়। পরিচালনা করেন সাংবাদিক কামাল হোসেন।  এ সময়  হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকিম মজুমদার দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে প্রধান, ঢাকাস্থচাঁদপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। এছাড়াও তিনি নিয়মিত কলাম লিখেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস