হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন কলামিস্ট জাকির মজুমদার
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করে হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন কলামিস্ট ও সাংবাদিক জাকির মজুমদার। তিনি রোববার বিকালে রিপোর্টাস ক্লাবে এই মতবিনিময় করেন।
জাকির মজুমদার মেয়র প্রতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমি বিএনপি’র হাজীগঞ্জ পৌরসভার যুগ্মসম্পাদক। সে সূত্রে আমি বিএনপি থেকে মনোনয়ন চাইবো। বিএনপি কোন কারণে মনোনয়ন না দিলেও আমি মেয়র পদে নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি সমাজের অনাচার দূর করতে, ঘুষ দুর্নীতি সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্যই এ পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি পৌরবাসীর সেবা করতে এ সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিক বন্ধুরা আমার প্রেশার মানুষ । আমাকে এক্ষেত্রে সহযোগিতা করবে। আমার সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা।
জাকির মজুমদার তার বক্তব্যের শুরুতেই সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি করোনা, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের হাজীগঞ্জ প্রেস ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব, সাহিত্য পরিষদ সহ নানা সংগঠন প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, মানব সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গাজী সালাউদ্দিন, প্রেসক্লাবে সিনিয়র সদস্য নূরে আলম পাটোয়ারী, মানবজমিন এর হাজীগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদ, হাজিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক কালের কণ্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, যায় যায় দিনের প্রতিনিধি এনায়েত মজুমদার, চাঁদপুর কন্ঠে নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির, চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি জহিরুল ইসলাম জয়। পরিচালনা করেন সাংবাদিক কামাল হোসেন। এ সময় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকিম মজুমদার দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে প্রধান, ঢাকাস্থচাঁদপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। এছাড়াও তিনি নিয়মিত কলাম লিখেন।