কচুয়ায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থী বহিষ্কার
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে রিজভী আহমেদ নিলয় নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের রিজভী আহমেদ নিলয় নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি ট্যাগ অফিসার মোঃ নাহিদ ইসলাম জানান, কেন্দ্রে একজন পরীক্ষার্থী মোবাইল ফোনে উত্তর বের করে দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন।
বিষয়টি তিনি কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি কে অবগত করেন। এসিল্যান্ড সাথে সাথে কেন্দ্রে এসে হাতে নাতে শিক্ষার্থীর মোবাইলফোন সহ ধরে বহিষ্কার করতে সক্ষম হোন।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, কচুয়ায় এইচএসসি পরীক্ষার শুরুতে একটু অসচেতনতার কারণে অনিয়ম হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসন সবসময় পরীক্ষায় অনিয়ম ও নকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। চলমান এইচএসসি পরীক্ষায় অসুদপায় ও অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।