মাদ্রাসার শিক্ষার্থীর সাথে অপকর্ম, শিক্ষক গ্রেফতার
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জে একটি মাদ্রাসার শিক্ষার্থীর সাথে অপকর্ম করার দায়ে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার রাতে তাকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসা থেকে আটক করা হয়। এ ঘটনায় শিশুর বাবা ইকবাল হোসেন হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং ৯।
হাফেজ ইসমাইল হোসাইন (২৫) কুমিল্লা জেলার বরুড়া থানার ভবানীপুর ইউনিয়নের টুইন্নাবাড়ী এগারগ্রামের মো. আ. রহিমের ছেলে।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মাদরাসার ছাত্রকে চাঁদপুর সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করে ঘটনার সত্যতা মিলেছে। তিনি জানান, অপকর্মের শিকার হওয়া শিশুর বয়স ১০ বছর। তাকে গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন অপকর্ম করে আসছে। শিশুটি মঙ্গলবার ছুটিতে বাড়ীতে গিয়ে আর মাদরাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক দায় কথা স্বীকার করলে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এলাকাবাসী জানান, ওই মাদ্রাসায় মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসায় প্রায় ৪০/৫০ শিক্ষার্থী হেফজ খানায় পড়াশোনা করছেন।