স্বপ্নছায়া সামাজিক সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচী
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন হয়েছে।
“নিবো শ্বাস লাগাবো গাছ, গাছ লাগান জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটির সেচ্ছাসেবীরা৷
রবিবার (৭ জুলাই) বিকালে সংগঠনটির কার্যালয়ে সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসানের সার্বিক পরিচালনায় কয়েক প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় দুই শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়। বৃক্ষ রোপন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া ও মোনাজাত এবং কেক কাটার আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, সাংবাদিক মোঃ জাকির হোসেন, ডাঃ মোঃ আব্দুল করিম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৈশ্বিক জলবায়ুর প্রভাব রোধে বৃক্ষরোপণের বিকল্প নাই। “স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন” জন্ম লগ্ন থেকেই সবসময় সামাজিক ও পরিবেশ বান্ধব কাজ করে আসছে এতে আমরা যেমন আনন্দিত ঠিক সুবিধাবঞ্চিত পরিবার গুলোও তেমন আনন্দিত ।
সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান (মিজান),মোঃ সাইফুল ইসলাম (নিশু),দেওয়ান, মোঃ রাসেদ হোসেন, মোঃ সানজিদ পাটোয়ারী, মোঃ অমি পাটোয়ারী, মোঃ মেহেদী হাসান, মমিনুল ইসলাম ফয়সাল, মুহাম্মদ শাকিল হোসেন, মোঃ নাজমুল হাসান সহ আরো অনেকেই।