নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌজন্যে সাক্ষাৎ
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান নির্বাচনে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনে জনগনের ভোটে নির্বাচিত হওয়ায় নির্বাচনের পরদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সকল জনগণের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
তিনি প্রথম বারের মতো একটি নির্বাচনে জনগনের অংশ গ্রহণ মূলক একটি নির্বাচনে জনগন তাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করিয়া দেওয়ার জন্য পুরো ইউনিয়নের সকল জনগণকে ধন্যবাদ জানান।
এই ছাড়াও তিনি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানকে জনগন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
এই সময়ে তার সঙ্গে ছিলেন কামরুজ্জামান নেছার, লোকমান বেপারী মশিউর রহমান পিন্টু,আমিনুল ইসলাম সেলিম, বাসার আহমেদ, আল আমিন ভূইয়া, মোল্লা সাহাদাত সহ আরো অনেকে। তিনি পরিষদের সকল সেবা সহজ ভাবে জনগনের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
হআই/নি