![](https://popularbdnews.net/wp-content/uploads/2023/08/moon.gif)
আলোনিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় আটক
![](https://popularbdnews.net/wp-content/themes/Mega%20News/pitw-assets/pitw-image/user_default.png)
![](https://popularbdnews.net/wp-content/uploads/2020/09/IMG_20200912_132020-600x337.jpg)
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2022/05/হলি-কেয়ার.jpg)
চাঁদপুর জেলার ফরিদগঞ্জে আলোনিয়া হত্যা মামলার আসামী দীর্ঘ দিন পালিযে থাকার পর বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে, বিমানে উঠার মাত্র কয়েক মিনিট আগে পুলিশের জালে আটকা পরে হত্যা মামলার প্রধান আসামি মোঃ মহসিন(৩৫)।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2022/12/9.jpg)
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/12/gsat.jpeg)
জানা যায়, ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ আব্দুর রকিব গোপন সংবাদে খবর পায়, ফরিদগঞ্জ থানায় দায়ের কৃত চাঞ্চল্যকর হত্যা মামলা নং ০৬ তাং ০৪/০৪/২০ ইং ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ১নং আসামি মোঃ মোহসিন (৩৫) পিতা মোঃ জিন্নাহ সাং আলুনিয়া (পশ্চিম) থানা ফরিদগঞ্জ সে বিমান বন্দর দিয়ে পালিয়ে প্রবাস পাড়ি দিবে, ঠিক তখনি থানার তদন্ত কর্মকর্তা মোঃ শহীদ কে ঢাকা থেকে আসামিকে আটক করার নির্দেশনা দিয়ে পুলিশ সুপার কে অবগত করেন,
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/10/medinova.gif)
তার সুত্রে থানার তদন্ত কর্মকর্তা মোঃ শহীদ ১১/০৯/২০ ইং রোজ শুক্র বার সঙ্গীয় ফোর্স সহ বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায়
আসামিকে আটক করেছে।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/08/gggg.gif)
এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা মোঃ শহীদ জানান
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ ৪ মাস ট্রেকিং করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে তাকে আটক করা হয় , তবে সে অনেক চতুর বলে দেশের বিভিন্ন জেলায় বিগত মাস গুলি আত্ম গোপন করে ছিল, অবশেষে এই খুনি আসামির চোর পুলিশের লুকোচুরি খেলার অবসান ঘটাতে পেরেছি, তার জন্য এস পি ও অতিরিক্ত পুুলিশ সুপার এবং থানার অফিসার মহোদয়দের আন্তিক ভাবে ধন্যবাদ জানাই, একই সাথে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতঞ্চতা জানাই। পরিশেষে আটক কৃত আসামিকে রাতেই চাঁদপুর ফরিদগঞ্জ থানায় নিয়ে আসি আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2022/07/sads.jpg)