বিথী নন্দীর কবিতা -স্বজাত শত্রু/ মধ্যবিত্ত

বিথী নন্দী
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ৪:২৪
বিথী নন্দী
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ৪:২৪
Link Copied!
স্বজাত শত্রু 
আদালতে রায় দিবে আজ, নির্যাতিতা রোহিনী।
চারিদিকে থমথমে নীরবতা ;
রোহিনীর চোখে অশ্রু, সে অশ্রুর উপকরণ হলো,
“তেল-মশলা, অপমান, টিজিং, শো পিস করে রাখার ব্যর্থ প্রচেষ্টার প্রমাণ”
ওর মুষ্টিবদ্ধ হাতে বন্দী হয়ে আছে গ্লানি,
বাবা মায়ের অক্ষমতা যৌতুক প্রদানের ।
ওর রুক্ষ চুলে জমে আছে হেরে যাওয়া
একটি জীবনের গল্প,
ওর ছেঁড়া বিবর্ণ জামাকাপড়ে লেগে আছে
চিৎকার আর স্বপ্ন ভাঙার আর্তনাদ।
ওর পায়ের কাছে জমাট বাঁধা রক্তে লেগে আছে
ওর সম্মানহানির দাগ, ওর আধখোলা চুলের
খোঁপার ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে
এক জীবনের হাসি আনন্দের কবর।
উকিলের তর্কাতর্কি চলছে সদ্য তোলা
কাগজের বানী নিয়ে ওর চোখের বিষন্নতা
আর ওর অসহায়তা কারো চোখেই পড়লো না।
স্রষ্টার কাছে ও আনমনে জানাচ্ছিলো অভিযোগ৷
সময় শেষে রায় দেবার পূর্বে বিচারক বললেন,
পুরুষ নামক তকমার আড়ালে আজীবন নারী-ই নস্ট করবে নারীর সম্মান।
আর সমাজ একে মেনে নিবে নিয়ম হিসেবে।
বিথী নন্দীর দুইটি কবিতা
মধ্যবিত্ত (২)
বুকপকেটে জমানো খুচরো আবেগ ;
মাস শেষে খালি মানিব্যাগটা জুড়ে থাকে রক্তজল করা
একটুকরো দীর্ঘশ্বাস।
রোজ মাথায় ঘুরে প্রেমিকার বিশ্বাস;
নিকোটিনের ধোঁয়া উড়ে উদাত্ত আকাশে,
মহাশূন্যের মুগ্ধতায় আমার স্বপ্নেরা হাসে।
শপিংমলের উঁচু তলার দোকানে ঝুলানো
ঝলমলে জামাটায় চোখ আটকে থাকে ;
কাঁধে ঝোলানো পার্সটায় জমানো কিছু টাকা,
সামনের মাসে বাবাকে একটা প্যান্টের পিস
কিনে দিবো বা, মায়ের জন্য শাড়ি কিংবা ভাইয়ের জন্য ঘড়ি।
খুচরো গুনতে গুনতে মাস না পেরুতেই
জমানো টাকা নিঃশেষ হয়ে যায়।
হাসিমুখে মানতে হয় ব্যার্থতা৷
এই টুকরো পাত্রের মত সামর্থ্যের ডালিতে
রোজ কত ব্যর্থ জীবনের গল্প সাজাই;
স্বপ্ন বুনি কত শত রাত শেষে ভোরের আলো
মুচকি হেসে জানান দেয় টানাপোড়েন এর ;
সমাজের হাসি খেলার মাঝে দাঁড়ানো
নির্বাক পথিক আমি মধ্যবিত্ত।।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা ভারতে আছেন থাকবেন রাতেই কুমিল্লা’সহ দশ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দুই ঈদে ১১ দিন ও দুর্গাপূজায় ছুটি মিলবে দুই দিন ১৫ বছর দেশের সব মানুষ নির্যাতিত ছিল: জামায়াত আমির স্বামীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন মতিয়া চৌধুরী চাঁদপুর কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হালাল উপার্জন অল্প হলেও বরকত থাকে: মিজানুর রহমান আজহারী পল্লী বিদ্যুৎ কর্মীদের ব্ল্যাকআউট, ‘কমপ্লিট শাটডাউনের’ আলটিমেটাম চাঁদপুরে ২৬ জেলে আটক: ১৭ জনের একমাসের কারাদণ্ড  ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ সাকিবকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা বঙ্গবন্ধুকে জাতির জনক মানা নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ঢাবি ক্যাম্পাসে হেঁটে হেঁটে গ্রাফিতি দেখলেন ড. ইউনূস সম্পত্তিগত বিরোধ: মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত চাঁদপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা চাঁদপুরে ১৫ দিনে সাপের কামড়ে আহত অর্ধশত, একজনের মৃত্যু  এক দফা দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আন্দোলন হাজীগঞ্জের বড়কুল পুর্ব ইউনিয়ন আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা ও কার্যকরি কমিটি গঠন হাজীগঞ্জে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার ও লাইসেন্স নবায়ন না করায় তিন প্রতিষ্ঠানে জরিমানা হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশু’সহ দুই জনের মৃত্যু