নায়েরগাঁও কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত

মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ১:০৭
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ১:০৭
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময়সভা ২৯ আগস্ট বিকেলে নায়েরগাঁও বাজারে অনুষ্ঠিত হয়। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও বনিক সমিতির সভাপতি মাসুদ রানা পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়কারী ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন নায়েরগাঁও উত্তর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের, নায়েরগাঁও উত্তর ইউপি এর প্যানেল চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা রাসেল পাটোয়ারী মিলন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, নায়েরগাঁও দক্ষিণ কমিউনিটি পুলিশিং সমন্বয়ক হিসেবে বক্তব্য করেন থানার এসআই শাহ আলম। গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে এলাকার ছোট ছোট অপরাধ এলাকাতেই মীমাংসা করার পক্ষে মতামত দেন। এছাড়াও এলাকা হতে মাদক ও জঙ্গি নির্মূলে একাত্মতা প্রকাশ করেন। বাল্যবিয়ে ইভটিজিং এর মত ঘটনা যাতে না ঘটে সেজন্য কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর সকল সদস্যকে সজাগ থাকার পরামর্শ দেন। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

সভায় সকল ভক্তাগন এই মর্মে একাত্মতা পোষণ করেন, যে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা চালু থাকলে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব এবং এলাকাকে অপরাধমূলক কর্মকান্ড হইতে মুক্ত রাখা সম্ভব। পরে নায়েরগাঁও বাজারে জনগণের মাঝে করোনা সম্পর্কে সতর্কতা সৃষ্টির জন্য সকলের মাঝে বক্তব্য প্রদান করা হয় এবং দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আলোচিত সেফুদার ভাই পানিতে ডুবে মারা গেছেন হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মৎস্য চাষীকে  পোনা মাছ বিতরণ চাঁদপুরে পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সভা ফিনল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ? সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক চাঁদপুরে ৯ লাখ ১ হাজার মিটার জালসহ ২৭ জেলে আটক হাজীগঞ্জে আইদি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে তিন ভারতীয় আটক ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে শতাধিক শিক্ষার্থী ছাত্র আন্দোলনে নিহত-আহতদের যথাযথ ক্ষতিপূরণ কেন নয়? রাষ্ট্রপতির ‘সম্ভাব্য বিদায়’ নিয়ে কী ঘটছে কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  কবি জীবনানন্দ দাশ স্মরণে চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ ও আলোচনা তিন বছর পর ১ ভোটে পরাজিত প্রার্থী ৩ ভোটে জয়ী শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে আসামীর মৃত্যু চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দেশের অর্থনীতিতে চাঁদপুরের চার তারুণ্যের অবদান: আস্থা গ্রুপের সাফল্য জুলাই-আগস্টে হতাহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চায় হাইকোর্ট পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম