মতলব দক্ষিণে ঈদুল আযহা পালিত

মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২, ২০২০ | ১২:১১
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২, ২০২০ | ১২:১১
Link Copied!

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা । যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করেছে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন।
নামাজ শেষে মুসল্লিদের অনেকেই কবরস্থানে গিয়ে চিরবিদায় নেও্য়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানিয়েছেন।

তবে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই এসেছে এবারের ঈদ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ও দেশব্যাপী ভয়াবহ বন্যা।তারপরও মতলব দক্ষিণ উপজেলায় শতাধিক মসজিদ ও ঈদগায়ে পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী বলেন,করোনা ভাইরাসের কারনে সরকারের বিধি নিষেধ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ মসজিদে পবিত্র ঈদ উল আযহার নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।অপর দিকে মতলব বাজার শাহী জামে মসজিদ,থানা জামে মসজিদ, নিউ হোষ্টেল জামে মসজিদ, মতলব হাই স্কুল জামে মসজিদ, পূর্ব কলাদী জামে মসজিদ, মধ্য কলাদী জামে মসজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ, নবকলস সামাজিক জামে মসজিদ, নবকলস বাইপাস সড়ক বাইতুল গফুর জামে মসজিদ, ওয়াপদা পাউবি ( নবকলস) জামে মসজিদ, ঢাকিরগাঁও সামাজিক জামে মসজিদ, ঢাকিরগাঁও বালুর মাঠ জামে মসজিদ, ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত গোরস্থান জামে মসজিদ, দক্ষিণ নলুয়া ওয়ারিস প্রধানীয়া বাড়ী জামে মসজিদ, শাহপুর খানকাশরীফ জামে মসজিদ, আশ্বিনপুর ঈদ গা,নারায়ণপুর ঈদগা,গোবিন্দপুর দরবার শরীফ জামে মসজিদ,উত্তর বহরী মরহুম মাঃ আঃজলিল বাইতুল নুর জামে মসজিদ, বোয়ালিয়া বাজার জামে মসজিদ, পিংড়া বাজার জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে থাকা সবকটি মসজিদ ও ঈদগায়ে পবিত্র ঈদ উল আযহার নামাজ সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আলোচিত সেফুদার ভাই পানিতে ডুবে মারা গেছেন হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মৎস্য চাষীকে  পোনা মাছ বিতরণ চাঁদপুরে পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সভা ফিনল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ? সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক চাঁদপুরে ৯ লাখ ১ হাজার মিটার জালসহ ২৭ জেলে আটক হাজীগঞ্জে আইদি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে তিন ভারতীয় আটক ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে শতাধিক শিক্ষার্থী ছাত্র আন্দোলনে নিহত-আহতদের যথাযথ ক্ষতিপূরণ কেন নয়? রাষ্ট্রপতির ‘সম্ভাব্য বিদায়’ নিয়ে কী ঘটছে কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  কবি জীবনানন্দ দাশ স্মরণে চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ ও আলোচনা তিন বছর পর ১ ভোটে পরাজিত প্রার্থী ৩ ভোটে জয়ী শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে আসামীর মৃত্যু চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দেশের অর্থনীতিতে চাঁদপুরের চার তারুণ্যের অবদান: আস্থা গ্রুপের সাফল্য জুলাই-আগস্টে হতাহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চায় হাইকোর্ট পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম