ইথিওপিয়ায় করোনায় আক্রান্ত ১৫ বাংলাদেশী, চাঁদপুরের নেই
মো. জাহাঙ্গীর আলম হৃদয়, ইথিওপিয়া থেকে
Link Copied!
দক্ষিণ আফ্রিকার দেশ ইথিওপিয়া। সেখানে করোনায় ১৫ বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। গত ২৮ জুলাই দেশটির দেয়া সর্বশেষ তালিকায় দেখা গেছে, ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন সুস্থ্য হয়েছেন। বাকী ১১ জন চিকিৎসাধীন রয়েছে।
ইথিওপিয়ায় থেকে প্রতিবেদক আরো জানান, সেখানে চাঁদপুরের কেউ আক্রান্ত হয়নি। তবে নিয়মিত করোনা আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছেন চাঁদপুরের বাসিন্দারা। গত কয়েকদিন একটি কক্ষেরই তিনজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সেখানে বাংলাদেশে এসোশিয়েশন নামে একটি সংগঠন আছে। ওই সংগঠনের মাধ্যমে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার তদারকি করা হচ্ছে।