হাজীগঞ্জে অটোরিকশা চালক সোহেল খুন
কুমিল্লা- চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার মিঠানিয়া ব্রীজ সংলগ্নে সোহেল (২২) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ইকবাল মজুমদারের বালুমহলে এই ঘটনা ঘটে। মরদেহ পাশে তিনটি জুতা ও দুইটি মাস্ক রয়েছে।
নিহত সোহেল হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কংগাইশ এলাকার আব্দুল কাদেরের ছেলে, পারিবারিক সূত্রে জানাযায় অটোরিকশা চালক সোহেল বুধবার সকাল ৭ টায় অটোরিকশা নিয়ে বের হয়, তারপর এই হত্যাকাণ্ডের খবর পায় পরিবার, অটোরিক্সার সন্ধান এখনো পাওয়া যায় নি।
পুলিশ জানায় , যুবককে ইটের আঘাত করা হয়েছ। হত্যাকান্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, পুলিশে তদন্ত টিম পিবিআই আসছে,ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন সহ পিবিআই ও গোয়েন্দা পুলিশ।