নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার পেলেন ১০১ পরিবার
পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে অসহায় ও কর্মহীন ১০১টি পরিবারের মাঝে ক্ষুদ্র ঈদ উপহার বিতরণ করলো নাওপুরা সমাজ কল্যান ফাউন্ডেশন ।
পূর্বের ন্যায় এইবারও “পাশে আছি পাশে থাকবো” মানবিক ও সামাজিক কল্যানে আমরা অঙ্গীকারবদ্ধ। এই স্লোগানে ‘নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে শনিবার (২৫ জুলাই) সকালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১১নং গোহট (দঃ) ইউনিয়নের নাওপুরা গ্রামে অসহায় ১০১টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে।
উপহার সামগ্রী হচ্ছে- চাউল, পেঁয়াজ – রসুন, আদা ও মসলা সহ প্রয়োজনীয় উপাদান এবং ১০১টি পরিবারের জন্যে করোনা ভাইরাস সচেতনতায় ২টি মাস্ক ও ১টি সাবান করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন গ্রামের সাবেক মেম্বার জনাব আব্দুল মালেক, বর্তমান মেম্বার আব্দুল মমিন, নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশন‘ এর উদ্যোক্তা আবুল বাসার শিমুল ও আবু ছালেহ শামীম। সদস্য মোঃ এনায়েত, সেকান্দর আলি, আল-মামুন রাজু, সাহাবদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।