কাঠালী চিলড্রেন পার্ক এক অনবদ্য থিম পার্ক

আরিফ ইমাম মিন্টু
আপডেটঃ জুলাই ২০, ২০২০ | ৮:২২
আরিফ ইমাম মিন্টু
আপডেটঃ জুলাই ২০, ২০২০ | ৮:২২
Link Copied!

করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মার্চের মাঝামাঝি সময় হতে জুলাই এর মাঝামাঝি সময় পর্যন্ত দীর্ঘ চারমাস বউ-বাচ্চা সহ গৃহবন্দী। বাচ্চাদের স্কুল এসময়ে বন্ধ রয়েছে। তারাও বায়না ধরছে বাইরে কোথাও যাবে। হাজীগঞ্জে অবসর বিনোদনের জন্যে সুপরিকল্পিত কাঠামো এখনো সেভাবে গড়ে ওঠেনি। হঠাৎ একটি পার্কের রিভিউ দেখতে পেলাম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক, বন্ধু প্রতিম সেলিম পাটওয়ারীর ফেসবুক ওয়ালে। কৌতুহলী মন অজানাকে জানতে চায়। শেষ বিকেলে সপরিবারে যাত্রা শুরু করলাম ঐ পার্ক পানে।


চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ – কচুয়া সড়কের পাশে কাঠালী নামক স্থানে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে নয়নাভিরাম এক থিম পার্ক।

যদিও কর্তৃপক্ষ এটিকে প্রাথমিকভাবে নামকরণ করেছে “কাঠালী চিলড্রেন পার্ক এন্ড কাবাব হাউজ”। পার্কের শিরোনাম দেখে আমার মতোই যেকারোই মনে হতে পারে এটি শিশুদের বিনোদনের জন্য ডেডিকেটেড একটি পার্ক। পাশাপাশি শিশুদের পার্কে নিয়ে যাওয়া বড়রা কাবাব খেতে পারবে। কিন্তু ভেতরের আয়োজন ও বাস্তবতা তা ছাপিয়ে বহুমাত্রিক শৈল্পিক এক থিম পার্কের প্রতিরুপ পরিলক্ষিত হলো।

শিশুদের রাইডের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশকে এমন শৈল্পিকভাবে সাজানো হয়েছে মনে হবে যেনো প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ” নুহাশ পল্লীর” একাংশে ঢুকে পড়েছেন। পার্কের উঁচুভূমির পশ্চিম প্রান্তে জলরাশির উপর দিয়ে অর্ধচন্দ্র আকৃতির সংযোগ সেতু দিয়ে এগিয়ে গেলে মন জুড়িয়ে গেল মিনি পল্লীর সৌন্দর্য সুধা পান করে। নয়নাভিরাম প্রাকৃতিক বৃক্ষরাজিকে নান্দনিকভাবে সযতনে পরিচর্যার মাধ্যমে এমনই এক রুপদান করা হয়েছে মনে হবে যেনো কোনো স্বপ্নপুরীতে ঢুকে পড়েছেন। যেকোনো প্রকৃতিপ্রেমী সেখানে যে থিম পাবেন তা হৃদয়ের গহীনে সতেজতা ছড়াবে।

বিজ্ঞাপন

এই পল্লী হতে বেরিয়ে এসে উত্তর দিকে এগুলেই চোখে পড়বে জীবন্ত অজগর, শেয়াল, খরগোস, বাঁদর, ভোঁদড় থেকে শুরু করে আরো অনেক দুষ্প্রাপ্য প্রাণী। আরেকটু এগোলে একইপাশে দেখা মিলবে বিচিত্র রকমের পাখীর সমাহার। পাখিদের কিচিরমিচির, ডানা ঝাপটানোর ছন্দময় শব্দতরঙ্গে মনোজগতে আরেক থিমের উন্মেষ ঘটাবে।

আরো কিছু এগিয়ে গেলে নয়নাভিরাম শ্রান্তিবিলাস। দখিনা পবন, হরেক রকমের গুল্মের পরিশীলিত গড়ণ আর বৃক্ষরাজির পত্রপল্লবের অভিবাদনসূচক চঞ্চলতা খরা হৃদয়েও ভাবের জোয়ার বইয়ে দিতে পারে। সেখানে বসে পছন্দের খাবারের ফরমায়েশ করা যায়। অভিজ্ঞ শেফের হাতে প্রস্তুতি চলতে থাকবে সুস্বাদু চিকেন ফ্রাই, চিকেন তন্দুরি, কাবাব, ফ্রেঞ্চ ফ্রাই, স্পেশাল পরোটা কিংবা চটপটি, ফুচকা। এখানকার খাবার মানসম্মত তবে দাম খুবই নাগালে।

বারবারই ভেবেছি এই পার্কটিকে চিলড্রেন পার্ক না বলে থিম পার্ক বলাই যথার্থ হবে। অবসরে সপরিবারে বেড়াতে যাওয়ার মতো একটি চমৎকার সিলেকশন হবে এ পার্ক।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আওয়ামীলীগকে ফিরে আসতে দেয়া হবে না: মাহফুজ আলম জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে: মোবারক হোসাইন মাজারে হামলায় জড়িতদের গ্রেফতার ও পুন:সংস্কারের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী দেশ থেকে চুরি করা টাকা দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন হাসিনা: সারজিস আলম উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান হাজীগঞ্জে মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ শট রাউন্ডরি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত এমন ম্যারাথন আর দেখেনি শাহরাস্তিবাসী চাঁদপুরে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৭ লেখক ইজতেমার সঙ্গে সমন্বয় করে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন ৬০ হাজার টিসিবির কার্ড বাতিল করলো বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর এক–এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর